দুটি নীল জোনাকি

আঁধারের গহীনে জ্বলেপুড়ে ছারখার হয়
বিন্দুসম দুটি নীল জোনাকি
নিঃস্তব্ধতার নিঃসীম বুকে
কেঁপে উঠে আহত নীল শায়েরী
ডানা ঝাপটাতে ঝাপটাতে হিম হয়
শিলা বৃষ্টির মতো শীতল পরশ
তবুও অস্থিরতা কাটে না
বিন্দু বিন্দু জলে — জ্বলে উঠে
অপ্রাপ্তির শতাব্দী প্রাচীন মহার্তনাদ।
রাতের চাদর গায়ে মুড়িয়ে স্বপ্নের মতো কেটে যায় বেদনার হাহুতাশ
বড্ড ভারী মনে হয়, ফেলে আসা ইতিহাস
কিন্তু বর্তমানে বেঁচে থাকে —
ক্লান্তশ্রান্ত দুটো পরিযায়ী জোনাকি
অতঃপর ধীরে ধীরে পৃথিবীর পথ ধরে হেঁটে চলে
হিম হিম কুয়াশার ভিতরে
ক্ষতবিক্ষত তাদের হৃদয়।
জোনাকিরা জেনে গেছে, এদের মুক্তি নাই
আষ্টেপৃষ্ঠে বাঁধা, বোবাকান্নার সারথিরা
ডানা ঝাপটায়, পথ হাতড়ায়
গোধূলির যাত্রাটুকু যেন খানিকটা সুখের হয়।
(১৪ জানুয়ারি ২০২২)
ঢাকা