দূরন্ত স্মৃতি

মৌটুসীর লেজ কিংবা দাঁড়কাকের চোখ
প্রভাতের সুনিপুণ দিঘির জল
শিশিরে ভেজা লজ্জাবতী
অথবা মেঘনার স্রোতহীন শীতল বুক;
নিঃশব্দে কল্পনার আল্পনায় প্রতিভাত হয়
একমুঠো দূরন্ত স্মৃতি —
যার আদ্যোপান্ত জুড়ে জ্বলজ্বল করে
ফেলে আসা ইতিহাস
আর স্বপ্ন বালিকার অনাবিল উচ্ছ্বাস ও অনুরাগ।

স্বপ্নের সাতকাহন অলিগলি ভরে আছে
অপ্রাপ্তির নিঃসীম হাহুতাশ ;
কিন্তু নীল আকাশের মতো উদার
অথবা ক্ষণে ক্ষণে প্রলয় উঠে বৈশাখী ঝড়ের মতো ক্ষিপ্রতায় ;
তখন সমুখে দেখি —
আর্তনাদের বাঁধনহারা ঢেউ
এরপর হয়তো কান্না, নয়তো অন্ধকার ;
সময়ের কাছে আমি এক পরাজিত সৈনিক।

ভিন্নপথের পথিক — কুয়াশা, গোধূলি ও অন্ধকার
সবকিছু পিছনে ফেলে
স্বপ্নের সাধনায় পা বাড়ায় অচিন অজানায়।

১৫ জানুয়ারি ২০২২
ঢাকা
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.