ভোলার উদ্দেশ্যে ছেড়ে আসা ফেরি কলমীলতায় আগুনঃপুড়ে গেছে মালবাহী ৮ টি ট্টাক।

ভোলা সংবাদদাতাঃ ভোলার উদ্দেশ্যে আজ (৮এপ্রিল) বৃহস্পতিবার শ্রীপুরের মজু চৌধুরীর ঘাট থেকে ছেড়ে আসা ফেরি ” কলমিলতায়” আগুন লেগে মালবাহী ৮ টি ট্রাক পুড়ে যায়।এতে হতাহতের কোন খবর পাওয়া যায় নি। এদিকে আমাদের প্রতিনিধি জানান,আজ রাত ৩ টার দিকে মজুচৌধুরীর ঘাট থেকে ভোলার উদ্দেশ্যে ছেড়ে আসা ফেরি কলমিলতা হঠাৎ মেঘনা নদীর মাঝ পথে আগুন লেগে যায়। রাত ৪ টায় লক্ষীপুরের মতির হাট পাড় হলে মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।এ সময় ফেরির স্টাফসহ যাত্রী পিছনে নিরাপদে অবস্থান করেন। এক পর্যায়ে মাছ ধরার ট্রলার এগিয়ে এলে কয়েকজন যাত্রী ট্রলারের সাহায্যে নিরাপদে ভোলার ইলিশা ঘাটে আশ্রয় নেন। এ ব্যাপারে ভোলা নৌ- পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সুজন পাল ঘটনার সত্যতা স্বিকার করেছেন।তবে আগুনের সুত্রপাত কোথায় তা নিশ্চিত করা সম্ভব পর হয়ে উঠেনি। তবে তিনি আরো জানান ফেরিতে দু’তিনটি ট্রাক ছাড়া সবগুলো মালবাহী ট্রাক পুড়ে গেছে। বিআইডব্লিউটিএর ম্যানেজার পারভেজ জানান খবর পেয়ে অপর একটি ফেরি করে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে ফেরিটি লক্ষীপুরের মেঘনা নদীর গুনগুনিয়া চরে নোঙর করা হয়েছে।