বোরহানউদ্দিনে মা ইলিশ রক্ষায় সচেতনতামূলক নানামুখী কার্যক্রম

গোলাম মাহমুদ শাওন,বোরহানউদ্দিন,ভোলাঃ

মা ইলিশ রক্ষা কার্যক্রম-২০২০ সফলভাবে বাস্তবায়ন করার লক্ষ্যে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ নানামূখী কার্যক্রম গ্রহণ করেছেন। এরই ধারাবাহিকতায় জেলে,মাছ ব্যবসায়ী,ক্রেতাদের সচেতন করার জন্য বিভিন্ন বাজার,মাছঘাট এলাকায় প্রচার প্রচারণা ও সচেতনতামূলক কার্যক্রম করে যাচ্ছেন ।

এ কার্যক্রমের অংশ হিসেবে আজ বুধবার সন্ধ্যায় ভোলার বোরহানউদ্দিন উপজেলার গংগাপুর ইউনিয়নের মিলনকেন্দ্র জয়া বাজার ও মাছ বাজারে অনুষ্ঠিত হল সচেতনতামূলক সভা।

অনুষ্ঠানে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার এ,এফ,এমন নাজমুস সালেহীন এর সভাপতিত্বে ওই সচেতনামূলক সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুর রহমান।
এ সময় তিনি বলেন,প্রজনন মৌসুমে ডিম ছাড়ার জন্য ইলিশ সমুদ্র থেকে দলবেঁধে বড় নদীতে পাড়ি জমায় ইলিশের দল।নদীর পছন্দসই স্থানে ডিম ছেড়ে আবার চলা শুরু হয়ে সমুদ্রের অভিমুখে। তিনি আরো বলেন,২৫ থেকে ৫৫ সেঃ আমি আকারের একটি ইলিশ আনুপাতিক হারে দশমিক ১ থেকে ২ মিলিয়ন ডিম ছাড়তে সক্ষম।তাই ইলিশের প্রজনন সুরক্ষা ও বৃদ্ধিতে
নিষিদ্ধকালীন সময়ে আপনারা সরকারি আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন।

এছাড়াও উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ডের ইউপি সদস্য জুয়েল মেম্বার, ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রশিদ নসু, ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য কালাম বর্দার এবং ইউনিয়নের জেলেরা।

উল্লেখ্য আগামী ১৪ অক্টোবর থেকে ০৪ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ মাছ আহরণ, মজুদ, ক্রয়-বিক্রয়, পরিবহন, বাজারজাতকরণ, বহন সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। একই সাথে ১৭২ টি উপজেলার সকল নদীতে সকল ধরণের মৎস্য আহরণ নিষিদ্ধ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.