আম্ফানে ক্ষতিগ্রস্থ খামারিদের মাঝে বোরহানউদ্দিনে গো-খাদ্য বিতরণ

স্টাফ রিপোর্টারঃ
ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থ বোরহানউদ্দিন উপজেলার খামারিদের মাঝে গো-খাদ্য বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বশির গাজী। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকালে মুক্ত মঞ্জে সামাজিক দুরত্ব বজার রেখে ৩০ জন খামারির মাঝে এগুলো বিতরণ করা হয়।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বশির গাজী বলেন,প্রাকৃতিক দূর্যোগ আম্ফানে উপকূলীয় অঞ্চলের মানুষের নানাবিধ ক্ষয়-ক্ষতি হয়। একদিকে করোনা পরিস্থিতি অন্যদিকে ঘূর্ণিঝড়ের তান্ডব। এ সব ক্ষতি কাটিয়ে উঠার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাজ করে যাচ্ছেন।সকল সেক্টরের ক্ষতিগ্রস্থদের দুর্ভোগ লাঘবে তিনি প্রয়োজনীয় বরাদ্দ দিয়ে যাচ্ছেন। যার ধারাবাহিকতায় এ উপজেলার খামারিদের মাঝে ৩০ বস্তা (ভূসি) গো-খাদ্য বিতরণ করা হয়েছে।
এ সময় খামারিরা জানান,করোনা দূর্যোগে আমরা ত্রান পেয়েছি।এবার পেলাম গো- খাদ্য। এজন্য তারা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।