ভোলায় করোনা রোগীর সংখ্যা বেড়েই চলছে ॥ নতুন আক্রান্ত আরো ৬ জন

ভোলায় দিন দিন বাড়ছে করোনা রোগীর সংখ্যা। স্বাস্থ্যবিধিকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর কারণে করোনায় আক্রান্ত হচ্ছে মানুষ। বাড়ছে রোগির সংখ্যা। দ্বীপ জেলা ভোলায় করোনা রোগে আক্রান্ত রোগী সুস্থ্য হওয়ার সংখ্যা সস্তোষজনক নয়। গতকাল মঙ্গলবার এ জেলায় আরো ৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে ভোলা সিভিল সার্জন অফিসের পরসিংখ্যানবিদ এর পরিবারের ৪ জন,ভোলা উকিল পাড়া এলাকায় ১জন ও তজুমদ্দিন উপজেলায় ১ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৫২ জন। এছাড়া করোনা আক্রান্ত ১৯ জন পজেটিভ রোগী হাসপাতালে ভর্তি রয়েছে। এদিকে সুস্থ হয়েছেন ১১ জন এবং মারা গেছেন ১ জন। ভোলা স্থাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেন। এ দিকে লঞ্চ ও গনপরিবহন চালাচল শুরু করার সাথে সাথে মানুষের আসা যাওয়ায় কোন প্রকার স্বাস্থ্যবিধির তোয়াক্কা করা হচ্ছে না । লঞ্চ মালিক ও পরিবহন মালিকরা সরকারের দেয়া স্বাস্থ্যবিধি না মেনেই নিজেদের আখের গোছাতে ইচ্ছে মতো যাত্রি তুলছেন । সরেজমিন অনুসন্ধানকালে দেখা গেছে লঞ্চ ও বাস গুলোতে সামাজিক দুরত্ব না মেনেই যাত্রি বহন করা হচ্ছে । ফলে মানুষের মধ্যে ব্যাপকভাবে করোনার সংক্রমন হওয়াটা অস্বাবাভিক হবে না বলে মন্তব্য করছেন সকলেই । এ বিষয়ে স্থানীয় প্রশাসন আরো কঠোর নজরদারী বাড়ানোর দাবি করছেন সু- শীল সমাজ।