শান্তিপাঠ || মোহাম্মদ মাসুদ

শান্তিপাঠ
মোহাম্মদ মাসুদ

মহাকালের স্রোতে মিলে যায়;
শব্দের
পঙক্তিমালা।
শব্দরা শব্দকে জাগিয়ে তোলে।
ফসিলরা খুঁজে পায় প্রাণ।
অথচ শতাব্দী থেকে,
অনুভূতির ধূলিকণা
খসে পড়ে
মহাপ্রলয় হয়ে
একটি শান্তিপাঠ উন্মোচন হবে বলে।

🖋২৪ জুলাই ২০১৭
মিরপুর, ঢাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.