বোরহানউদ্দিনে টিসিবির মাধ্যমে পণ্য বিক্রি শুরু

গোলাম মাহমুদ শাওন:
ভোলা বোরহানউদ্দিনে রমজান মাস উপলক্ষে টিসিবির পণ্য বিক্রি শুরু। আজ থেকে শুরু হয়ে প্রতি সপ্তাহের শনি, রবি ও সোমবার উপজেলা মিলমায়তনের সামনের থেকে এই পণ্য বিক্রি করা হবে। অদ্য শনিবার সকাল ১০ ঘটিকার সময় উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজী আনুষ্ঠানিকভাবে টিসিবির পণ্য বিক্রি উদ্বোধন করেন।
টিসিবির ডিলার সমির চাদ জানান, প্রত্যেক সপ্তাহের মঙ্গলবার বাদে প্রত্যেকদিন সকাল ৯ ঘটিকা থেকে বিকাল ৩ ঘটিকা পর্যন্ত এই পণ্য বিক্রয় করা হবে। প্রত্যেক ক্রেতা তেল ৫ লিটার, চিনি ৫ কেজি, ছোলা ২ কেজি, মসুর ডাল ১/২ কেজি, খেজুর ২৫০ গ্রাম করে ক্রয় করতে পারবেন।