কাক ডাকা ভোরে বেদে পল্লীতে খাদ্য সহায়তা নিয়ে মানবতার এমপি আলী আজম মুকুল

গোলাম মাহমুদ শাওন, ভোলা জেলা প্রতিনিধি : করোনা পরিস্থিতি মোকাবেলায় ভোলা-২ আসনের এমপি আলী আজম মুকুল এর নিজস্ব তহবিল থেকে অসহায় ও ছিন্নমুলের জন্য খাদ্যসামগ্রী বিতরন কার্যক্রম শুরু করেছেন । এরই ধারাবাহিকতায় আজ ভোরে বোরহানউদ্দিন উপজেলায় হেলিপ্যাডে অবস্থিত বেদে পল্লীতে ভোলা -২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল নিজ হাতে তাদের এ খাবার পৌছে দেন ও সচেতন হতে অনুরোধ জানান।
এসময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মো: বশির গাজী।
আলী আজম মুকুল জানান, বোরহানউদ্দিন ও দৌলতখানে প্রাথমিক ভাবে ৪ হাজার পরিবারের মধ্যে ১০ কেজি চাল,৫ কেজি আলু,২ কেজি মশুর ডাল,২ লিটার সয়াবিন তৈল ও ২টি লাইফবয় সাবান বিতরণ করা হচ্ছে। এই খাদ্য শস্য গৃহবন্দি ও অসচ্ছল মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে। সাধারণ জনগণের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আপনারা ঘরে থাকুন আপনাদের পাশে সরকার আছে।