বোরহানউদ্দিনে বিভিন্ন মাছ বাজারে উপজেলা নিবার্হী অফিসার এর অভিযান

গোলাম মাহমুদ শাওন:
ভোলার বোরহানউদ্দিনে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ও পোয়া মাছ বিক্রির অপরাধে ২ মৎস্য ব্যবসায়ীকে আটক করেছেন উপজেলা নির্বাহী অফিসার

উপজেলা নির্বাহী অফিসার বশির গাজী জানান, রবিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বোরহানউদ্দিন, কাচারির হাট, ও দরুন বাজারে আমরা অভিযান পরিচালনা করি। এসময় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ বিক্রির দায়ে সাচড়া ইউনিয়নের ইদ্রিস এর ছেলে বিল্লাল, ও কালুর ছেলে নজরুল ইসলাম কে আটক করা হয়। জব্দ করা হয় ইলিশ, পোয়া ও চিংড়ি মাছ।

পরে আটককৃত দুই মাছ বিক্রেতাকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করি। জব্দকৃত মাছগুলো পরে দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়েছে।

উল্লেখ্য; সরকারি আদেশ অনুযায়ী ১ই মার্চ থেকে আগামী ৩০ এপ্রিল ২০২০ পর্যন্ত দুই মাস সব ধরনের মাছ ধরা, বিক্রি, মজুদ ও পরিবহন নিষেধাজ্ঞা করেছে মৎস্য অধিদপ্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.