ভোলায় ঈদের রাতে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা!

ভোলার সদর উপজেলার ভেদুরিয়ায়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার রফিকুল ইসলাম (৫০) কে দিবাগত রাত আড়াইটার দিকে দুর্বত্তরা কুপিয়ে হত্যা করেছে।
বুধবার (৫জুন) দিবাগত আড়াইটার দিকে ওই এলাকার ছোট কালভার্ট এলাকায় ঘটনাটি ঘটে
খবর পেয়ে থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
ভোলা সদর মডেল থানার ওসি ছগির মিঞা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করেছে। এঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তদন্ত চলছে, জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এলাকাবাসি জানান , রফিক মেম্বারের এলাকার দুইজন লোককে থানা পুলিশ আটক করেন। এর ভিতরে একজন নিরাপরাধ থাকায় পুলিশ ছেড়ে দেয়।লোকটিকে থানা থেকে মুক্ত করে দিয়ে রাতে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে হত্যা করেছে বলে ধারণা্ করা হচ্ছে।
লেখার মান উন্নয়ন করেন। শেষের দিকে কি লিখেছেন কিছু বুঝা যায়না।