ঢাকা থেকে ভোলা গামী এমভি ক্রিস্টাল ক্রুজ লঞ্চ ডাকাতের কবলে

নিউজ ডেস্কঃ
ঢাকা থেকে ভোলাগামী এমভি ক্রিস্টল ক্রুজ লঞ্চে ডাকাতির ঘটনা ঘটেছে। ঢাকা থেকে ছেড়ে চাঁদপুরের কাছে আসলে এ ডাকাতির ঘটনা ঘটে। প্রথমে যাত্রীরা আতংকিত হয়ে পরলেও এখন সকল যাত্রী নিরাপদে আছেন। ডাকাত দল ডাকাতি শেষে চাঁদপুরের কাছে মেঘনা নদীতে নেমে গেছেন। ক্রিস্টাল ক্রুজে থাকা সাংবাদিক এইচ এম নাহিদ জানান, রাঁত সোয়া বারোটার দিকে ১০/১২ জনের একটি ডাকাত দল চাদপুরের কাছা কাছি লঞ্চটি আসলে ট্রলার যোগে তারা লঞ্চটিকে ব্যারিকেট দিয়ে লঞ্চে উঠে। এক পর্যায়ে যাত্রিদের জিম্মি করে। কিন্তু কোন যাত্রিকে ক্ষতি না করে লঞ্চের খন্দির মধ্যে থেকে তিনটি ছালার মোরানো বোস্তা নিয়ে তারা চলে যায়। তবে প্রশাসনের পক্ষথেকে এখন পর্যন্ত কোন বক্তব্য পাওয়া যায়নি। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ক্রিস্টাল ক্রুজ লঞ্চটি নিরা পদে প্রায় ভোলার কাছাকাছি এসে পৌঁছেছেন। বিস্তারিত আসছে….
সুত্র: ভোলা নিঊজ.কম