আমিরাতে সৈয়দ আহাদ ফাউন্ডেশন তেলাওয়াতে কোরআন প্রতিযোগিতার ২য় রাউন্ড সম্পন্ন।
এস রহমান সোহেল,স্টাফ রিপোর্টারঃ আরব আমিরাতে ৫ম বারের মতো চলছে সৈয়দ আহাদ ফাউন্ডেশন আয়োজিত কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা। ১০ মে শুক্রবার শারজাস্থ হুদায়বিয়া রেস্টুরেন্টে উক্ত প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ড সম্পন্ন হয়েছে।
আগামী ১৭ মে শুক্রবার রাত ১০ টায় সেমিফাইনাল এবং ২৪ মে শুক্রবার গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ফাউন্ডেশনের দায়িত্বশীলরা। ৫ম আসরের প্রতিযোগিতার বাছাই পর্বে ৩ শত হাফেজ ও সাধারণ প্রবাসী ছাত্র-ছাত্রী অংশ নেয়। সেমিফাইনালে হাফেজদের মধ্য থেকে ১০ জন এবং সাধারণ থেকে ২০ জনকে বাছাই করা হয়েছে।
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ইসমাইল গণি চৌধুরীর সঞ্চালনায় প্রথম ও দ্বিতীয় রাউন্ডে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি মুস্তফা মাহমুদ। এসময় উপস্থিত ছিলেন কমিউনিটির নেতৃবৃন্দ সহ অসংখ্য সাধারণ প্রবাসী।
ফাউন্ডেশনের নেতৃবৃন্দ বলেন, প্রবাসী শিশু কিশোরদের মধ্যে কোরআন তেলাওয়াতের চর্চা ও কুরআনের সাথে সম্পর্ক বৃদ্ধির জন্য এই উদ্যোগ নেয়া হয়েছে।