চরফ্যাশনে বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির মহা সমাবেশ অনুষ্ঠিত

ভোলার চরফ্যাশনে বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির মহা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকাল 10 ঘটিকায় ব্রজগোপাল টাউন হলে ডাঃ মোঃ হারুন অর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব জয়নাল আবেদীন আখন। অনুষ্ঠানটি অপসোনিন ফার্মা লিঃ এর সহযোগিতায় অনুষ্ঠিত হয়। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কেন্দ্রীয় মহাসচিব ডাঃ আবু ইউসুফ খান বাদল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পৌর মেয়র শ্রী বাদল কৃষ্ণ দেবনাথ, পৌর 4নং ওয়ার্ডের কাউন্সিলর আকতারুল ইসলাম সামু, উপজেলা আ’লীগ এর বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এম. এম মোর্শেদ, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শোভন বসাক, উপজেলা আ’লীগ এর প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ আহম্মদ উল্লাহ, চরফ্যাসন থানার অফিসার ইনচার্জ ম. এনামুল হক, উপজেলা আ’লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মোঃ ইউসুফ আলী চৌধুরী।
এছাড়াও অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন- গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির চরফ্যাশন শাখার সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর, সাবেক সভাপতি, ডা. আলমগীর, ডা. ছিদ্দিক, ডা. যোগেশ, সহ-সভাপতি ডাঃ জসিম, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. শাহজাহান, ডা. মফিজুল ইসলাম, ডা. মোশারেফ, ডা. জাকির মাদ্রাজী, সাংগঠনিক সম্পাদক ডা. আরশাদ হোসেন মাকসুদ সহ সমিতির অন্যান্য সদস্যরা।
প্রধান আলোচক তার বক্তব্যে বলেন, দেশে গ্রাম ডাক্তার প্রাথমিক চিকিৎসার মেরুদন্ড। প্রাথমিক চিকিৎসা সেবা গ্রহণের জন্য সবাই প্রথমেই গ্রাম ডাক্তারের স্বরণাপন্ন হয়। তাই শক্তিশালী প্রশিক্ষণের মাধ্যমে যোগ্য গ্রাম্য ডাক্তার তৈরী জরুরী। তাই আমাদের উচিত সঠিক চিকিৎসা সেবা প্রদানের জন্য সোচ্চার হওয়া।
পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ বলেন, চরফ্যাশনের প্রত্যন্ত অঞ্চলে যেখানে এম.বি.বিিএস ডাক্তার পাওয়া যায় না, এসব অঞ্চলে গ্রাম্য ডাক্তারই প্রাথমিক চিকিৎসার প্রধান সম্বল। তাই আপনাদের উচিত সঠিক চিকিৎসা সেবা প্রদানে সচেষ্ট হওয়া।
অনুষ্ঠান শেষে অপসোনিন ফার্মা লিঃ এর পক্ষ থেকে উপস্থিত সকলের দুপুরের খাবার এবং ব্যাগ ও ঔষুধ এর স্যাম্পল প্রদান করা