আজও পরিচয় মেলেনি ঢাকায় পাওয়া ভোলার সেই শিশু নাদিয়ার পরিবারের

গত ২২জানুয়ারী ২০১৯ইং রাজধানীর গুলশান থানা পুলিশ নাদিয়া নামের ৭ বছরের একটি মেয়ে শিশুকে পেয়েছে। বর্তমানে সে তেজগাঁস্থ ডিএমপি’র ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ হেফাজতে রয়েছে।
হারানো নাদিয়ার বর্ননা অনুযায়ী তাহার উচ্চতা আনুমানিক ৪ ফুট। গায়ের রঙ ফর্সা। হারানোর সময় তার পরনে সবুজ পায়জামা ও গোলাপী রংয়ের গেঞ্জি ছিল। তার বাবার নাম- মোঃ জাহিদ, মার নাম- শাহনাজ। সে সঠিক ঠিকানা বলতে পারছে না।পরে ঠিকানা জিজ্ঞাসা করলে নাদিয়া অজ্ঞাত কালীবাড়ি রোড দেওয়ানবাড়ি, থানা ভোলা সদর ও জেলা- ভোলা বলছে। যাহা সঠিক নয় বলে জানা যায়।
গত ২২ জানুয়ারি, ২০১৯ গুলশান মডেল থানাধীন কালাচাঁদপুর এনিমা বিল্ডিং সংলগ্ন রাস্তার পার্শ্বে স্থানীয়রা নাদিয়াকে পেয়ে থানা পুলিশের নিকট হস্তান্তর করেন।
পরে নাদিয়ার হারিয়ে যাওয়া ঘটনায় গুলশান মডেল থানায় গত ২২ জানুয়ারি, ২০১৯ একটি সাধারণ ডায়েরী করা হয় যার নম্বর ১৪১৬।
কোন সহৃদয়বান ব্যক্তি শিশু নাদিয়ার অভিভাবকের সন্ধান জেনে থাকলে তেজগাঁওয়ের ভিকটিম সাপোর্ট সেন্টারের নিন্ম উল্লেখ করা হল।(ডিউটি অফিসার: ০১৭৪৫-৭৭৪৪৮৭, টিএনটি ০২৯১১০৮৫) যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।