চিরনিদ্রায় শায়িত হলেন আল মাহমুদ

ভোলা বার্তা, ডেস্ক রিপোর্ট :
বাংলা সাহিত্যের অন্যতম পুরোধা কবি আল মাহমুদকে তিতাসপাড়ে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। আজ রবিবার দুপর আড়াইটার পর মৌড়াইল কবরস্থানে মা রওশন আরা ও বাবা মীর আবদুর রবের কবরের পাশেই তাঁকে দাফন করা হয়। এর আগে বেলা সোয়া ১১টার দিকে কবির মরদেহ রাখা হয় ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে। সেখানে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের পর বাদ জোহর বিদ্যালয় মাঠে তার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় স্বজন-নিকটাত্মীয়দের পাশাপাশি অংশ নেন এলাকার সর্বস্তরের মানুষ। কবিকে চিরশায়িত করতে দেশের বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন তার অনেক ভক্তও।
গত ৮ ফেব্রুয়ারি আল মাহমুদ ডিমেনশিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হলে তাকে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। ৯ ফেব্রুয়ারি কবিকে সিসিইউতে নেওয়া হয়। এরপর অবস্থার অবনতি হলে ওইদিন রাত সাড়ে ১২টার দিকে তাকে আইসিইউতে নেওয়া হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।