মুক্তিযুদ্ধে অবদান রাখায় ভোলায় ১২ পুলিশ সদস্যকে পুলিশ সুপারের সংবর্ধনা

নিজস্ব সংবাদদাতা, ভোলা বার্তা ।। মহান মুক্তিযুদ্ধে অবদান রাখায় ভোলায় ১২ জন পুলিশ সদস্যকে সংবর্ধনা দিয়েছেন পুলিশ সুপার মোঃ মোকতার হোসেন। আজ মঙ্গলবার পুলিশ সুপারের কার্যালয়ে ওই মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের হাতে ফুল ও উপহার তুলে দিয়ে পুলিশ সুপার বলেন, এদের ত্যাগের কারনেই আজ আমরা পুলিশ সুপার হতে পরেছি। আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আমাদের সকলকে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখতে হবে। পুলিশ সুপারের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সংসদ এর সাবেক কমান্ডার এএফএম নুরুল আমিন শাজাহান, মুক্তিযোদ্ধা সাংবাদিক প্রেসক্লাব আহ্বায়ক মোঃ আবু তাহের, সহকারী পুলিশ সুপার শেখ সাব্বির আহম্মেদ, ভোলা থানার ওসি মোঃ ছগির মিয়া , মুক্তিযোদ্ধা সন্তান যুগান্তর প্রতিনিধি অমিতাভ অপু।
সংবর্ধিত মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যরা হচ্ছেন এএসআই ( সঃ) আব্দুল মোতালেব, কনস্টেবল এএফএম নুরুল আমিন, কনস্টেবল মোঃ ফজলুল হক কাঞ্চন, কনস্টেবল আজিজুল হক, কনস্টেবল মোঃ রফিকুল ইসলাম, কনস্টেবল মোঃ সুলতান আহম্মেদ, কনস্টেবল মোঃ রহমান, কনস্টেবল মোঃ বাদশা মিয়া, এসআই মোঃ মফিজুল ইসলাম, কনস্টেবল মোঃ আব্দুল লতিফ, কনস্টেবল মোঃ অজিউল্লাহ।