ভোলায় বিএনপির আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু
নিজস্ব প্রতিবেদক, ভোলা বার্তা ।। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়িে অবশষেে ভোলায় নির্বাচনি প্রচার প্রচারণায় মাঠে নেমেছে বিএনপি। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা বিএনপি কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এই প্রচারণা কার্যক্রমের উদ্বোধন করেনব জেলা বিএনপির সভাপতি ও ভোলা -১ সদর আসনেবর প্রার্থী আলহাজ্ব গোলাম নবী আলমগীর। আর এই উদ্বোধনের মধ্য দিয়ে ভোলায় জমে উঠেছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা। প্রাণ ফিরে পেয়েছে গ্রামগঞ্জের বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে।
আজ দুপুরে শহরের সদর রোডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বিপণী বিতানগুলোতে বিএনপি প্রার্থী গোলাম নবী আলমগীর গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এ সময় তার সাথে ছিলন জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ট্রুম্যান, যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির সোপান, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফসহ ছাত্রদল যুবদলসহ অন্যান অংগ সংগঠনের কয়েক শত নেতাকর্মী।