আজ থেকে চরফ্যাশনে ইস্তেমা শুরু

চরফ্যাশন প্রতিনিধি: এইসর্বপ্রথম ভোলা জেলার ৩দিনেরতাবলীগ জামাতের ইস্তেমাচরফ্যাশন আজ (বৃহস্পতিবার)থেকে শুরু হতে হবে। এইইস্তেমাকে কেন্দ্র করেওলামায়েকেরাম দাওয়াতেতাবলীগের সকল প্রস্তুতি সম্পন্নকরা হয়েছে। চরফ্যাশনেরপৌরসভা দুলার হাট সড়কেরপাশে^ মৃধা হাউজিং মাঠে ভোলাজেলার সবচেয়ে বৃহৎ তাবলীগজামাতের মিলনমেলা ব্যাপক সারা মিলছে। এদিকে চরফ্যাশনের ইস্তেমাকে ঘিরেমসজিদের মসজিদের চলছে দায়াতের কাজ। বুধবার চরফ্যাশনের এই ইস্তেমা মাঠে গিয়েদেখা গেছে, ছামিয়ানা দেয়া হয়েছে। মাঠ জিম্মদারী আলহাজ¦ জয়নাল আবেদিন রাঢীবলেন, প্রায় ১৫একর জমি জুড়ে এই ইস্তেমা মাঠের কার্যক্রম চলছে। সেচ্চাশ্রমে দৈনিকপ্রায় ৪০০ তাবলীগের সাথীরা কাজ করছে। এভাবে ১২থেকে ১৩দিন পূর্ব থেকে কাজকরছে। ময়দানে প্রায় দেড়লাখ মুসল্লি বসে বয়ান শুনতে পারবে। ৫০হাজার মুসল্লি রাতেথেকে ঘূমাতে পারবে এমন ব্যবস্থা করা হয়েছে মাঠে। এখানে প্রসব খানার সংখ্যা ৪০০,পায়খান (টয়লেট) ৩০০, ওযুর জন্য ৬টি পুকুরের ঘাটলার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও৩টি টিউবয়েল বসানো হয়েছে। নিজস্ব বিদ্যুতের ব্যবস্থাসহ মাঠের চতুর পাশে ৬০ টিমাইক হরেং দেয়া হয়েছে। চরফ্যাশনের ইস্তেমার প্রসঙ্গে বলেন, জেলা প্রশাসক মাসুদআল ছিদ্দিক ও পুলিশ সুপার মোক্তার হোসেন অনুমতি দিয়েছেন বলে জানা গেছে।ভোলার ইস্তেমা চরফ্যাশন প্রসঙ্গে বলেন, ভোলা বাংলাবাজার গতবছর যেখানে ইস্তেমাহয়েছে সেখান কার মাঠে পানি তাই চরফ্যাশনে ইস্তেমা হচ্ছে। তাবলীগের সাথী রতন মিয়াবলেন, গত সোমবার মাও জোবায়ের সাহেব ভোলা জোড়ে বলেছেন, যার যারমতোইসলামে কাজ করতে দেও। তাই আমরা চরফ্যাশনের মাটিতে ইস্তেমার সকল প্রস্তুতি শেষকরেছি ইনসাল্লাহ।
নিরাপত্তার প্রসঙ্গে চরফ্যাশন থানা অফিসার ইনচার্জ (ওসি) ম.এনামূল হক বলেন,আমাদের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তার জন্য পুলিশের টিম টহলে থাকবে। ইসলামেরদাওয়াতের কাজের বিষয়ে আমরা সর্বসময় আন্তরিক রয়েছি