ভোলায় কলেজ ক্যাটাগরিতে সেরা শিক্ষার্থী লাবিব

বোরহানউদ্দিন প্রতিনিধিঃ শিক্ষা সপ্তাহ ২০২৩ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় সেরা শিক্ষার্থী ক্যাটাগরিতে সেরা হয়েছেন বোরহানউদ্দিন আব্দুল জব্বার কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী মাহির আশহাব লাবিব। এছাড়াও ২০২১ ও ২২ সালে পরপর দুইবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক ডিজিটাল বাংলাদেশ জাতীয় পুরস্কারে ভূষিত হন। ২০২১ এ “Smart Gas Leakage Detector Device” ২০২২ এ “Digitalized BIWTA- A Life Protective Device for Passenger Vessel”।এছাড়াও তিনি ২০২২ ও ২০২৩ সালে পরপর দুইবার বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করেছেন।
লাবিবের পিতা মোস্তফা কামাল বোরহানউদ্দিন আব্দুল জব্বার কলেজের কৃষি শিক্ষা বিষয়ের প্রভাষক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.