বোরহানউদ্দিনে চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ ও সংবাদ সংম্মেলন

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন সরদারের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভ মিছিল ও সংবাদ সংম্মেলন করা হয়েছে। চেয়ারম্যান আলাউদ্দিন সরদারকে ১ নং আসামী করে একটি মিথ্যা মামলা করেছে মাদক ব্যবসায়ী মামুন। ওই ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মামলার বাদী মামুনের বিরুদ্ধে মাদক মামলাসহ দুদকের মামলা রয়েছে। যাহা বর্তমানে মাদক মামলা ও দুদকের মামলা চলমান আছে। এলাকায় মাদক বিক্রি করে আসছে মাদক ব্যবসায়ী মামুনসহ একটি চক্র। আর ওই মাদক ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করেন চেয়ারম্যান আলাউদ্দিন সরদার। ওই প্রতিবাদ করায় তার বিরুদ্ধে একটি মারধোরের অভিযোগ এনে ভোলা বিজ্ঞ আদালতে একটি মামলা করেন মাদক ব্যবসায়ী মামুন। বিজ্ঞ আদালত ওই মামলাটি বোরহানউদ্দিন থানার ওসিকে এফআইআরের নির্দেশ প্রদান করেন। মামলার প্রতিবাদে পক্ষিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে মঙ্গলবার বিকালে মানববন্ধন ও বিক্ষোভ করেছে হাজারো মানুষ। পরে মিথ্যা মামলার প্রতিবাদে সন্ধ্যায় সংবাদ সম্মেলন করেছে চেয়ারম্যান আলাউদ্দিন সরদার। সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ করে চেয়ারম্যান আলাউদ্দিন সরদার বলেন, গত ২৬ ডিসেম্বর ২০২১ ইং ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালিন সময় তার বিরুদ্ধে প্রতিপক্ষ নাগর হাওলাদার ব্যাপক ষড়যন্ত্র করেছে। সেখানে সকল বাঁধা উপেক্ষা করে জনগনের ভোটে প্রায় ১০ হাজার ভোট পেয়ে নির্বাচিত হন চেয়ারম্যান আলাউদ্দিন সরদার। নির্বাচনে প্রতিপক্ষ নাগর হাওলাদার পেয়েছে মাত্র ২২৭০ ভোট । তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্বাচনে হেরে গিয়ে তার লোকজনের বিরুদ্ধে বিভিন্ন জনকে বাদী বানিয়ে এ পর্যন্ত ৪ টি মিথ্যা মামলা দেয়। যাহার মামলা নং-২৯/২২,জি আর ৩৩০/২২ সহ আরো দুটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে তারা এখনো বিভিন্ন ষড়যন্ত্র করে আসছে। গত শনিবার ২৯-১০-২০২২ ইং তারিখ স্থানিয় বোরহানগঞ্জ বাজারে তার নির্বাচনি প্রতিদ্বন্দ্বী নাগর হাওলাদারসহ মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী বাহিনীর হামলায় চেয়ারম্যান আলাউদ্দিন সরদারের নেতাকর্মীরা আহত হয়। নাগর হাওলাদারের নেতৃত্বে ওই মাদক ব্যবসায়ীরাসহ সন্ত্রাসীরা চেয়ারম্যানের ছেলেসহ ২৮ জন নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়। সেই মিথ্যা মামলার সুত্র ধরে বোরহানউদ্দিন থানার প্রায় ৫০ থেকে ৬০ জন পুলিশ চেয়ারম্যানের বাড়ি তল্লাশির নামে তাকে তার ইউনিয়নের জনগনের কাছে হেয় প্রতিপন্য করার বৃথা চেষ্টা করে। গতকাল সোমবার ৩১-১০-২০২২ই তারিখ তার লেকাজন বিজ্ঞ আদালত থেকে জামিন নিয়ে এলাকায় আসলে গত মঙ্গলবার ০১-১১-২০২২ইং তারিখ তারা পূর্বের একই ঘটনা দেখিয়ে চেয়ারম্যান আলাউদ্দিন সরদাকে ১নং আসামী করে তার ছেলে সহ পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়। যাহা বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্স এর ডাক্তার রেজওয়ানুল ইসলামকে দিয়ে ভর্তি দেখিয়ে সেখানে ক্ষত স্থান বাড়িয়ে লিখে সাটির্ফিকেট বানিয়ে মিথ্যা মামলার আশ্রয় নেয় নাগর হাওলাদারসহ তার সন্ত্রাসী বাহিনি ও মাদক ব্যবসায়ী মামুন। পূর্বে থেকেই নাগর হাওলাদারের পরিকল্পনা হচ্ছে আমি যাহাতে সরকারী বরাদ্ধ জনগনের মাঝে সু-সমবন্টন করতে না পারি। তাই যখনই সরাকরী কোন বরাদ্ধ আসে ঠিক তখনই বিভিন্ন ভাবে বিভিন্ন পরিকল্পনা করে জনগনকে সরকারী বরাদ্ধ থেকে বঞ্চিত করতে চায় পরাজিত চেয়ারম্যান নাগর হাওলাদার। কারণ সাবেক চেয়ারম্যানের সময় সরকারী কোন বরাদ্ধ জনগনের মাঝে সু-সমবন্টন হতো না। সাবেক চেয়ারম্যান নাগর হাওলাদারের বিভিন্ন অপকর্মের বিচার দাবী করে ও মাদক ব্যবসায়ী মামুনের বিরুদ্ধে তদন্তকরে প্রশাসনের কাছে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী করেন চেয়ারম্যান আলাউদ্দিন সরদার।
তিনি আরো লিখিত অভিযোগ করে বলেন, বর্তমানে জনগনকে সেবা দিতে ও মাননীয় প্রধানমন্ত্রীর বরাদ্ধকৃত বিভিন্ন সুযোগ সুবিধা জনগনের মধ্যে সু-সমবন্টন করতে সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এমপি ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন চেয়ারম্যান আলাউদ্দিন সরদার। অন্যদিকে পক্ষিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাগর হাওলাদার ও মামুনের কাছে জানতে চাইলে তাদেরকে খুঁজে পওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.