ক্ষুধাতুর ঘর

ক্ষুধাতুর ঘর
মোঃ আঃ কুদদূস
——————
শব্দের স্লোগানে মুখরিত সন্ধ্যা
সেই সন্ধ্যায় স্বাগত জানায় অলকানন্দা
নির্বাক চেয়ে দেখছে পিপীলিকা দল
সঞ্চার করেছে খানিকটা শক্তিবল
এরপর
ক্ষুধাতুর ঘর
হা করে তাকিয়ে ডাকে অবিরাম
এসো, এসো, বাবুরাম!
পেট আমার আকাশের মতন খালি
যতই ক্ষুদ্র হোক তোমাকে ঢালি
পূর্ণ করি
নয়তো মরার মতো থাকি পড়ি
শেষকৃত্যেরই আগে
নিঃসীম অনুরাগে
তবু ছলনা করে যেও না ফেলে
অন্ধকারের মতন নিস্তব্ধতা ঢেলে
তারচে’ বরং
ছেড়ে দিয়ে ঢং
অট্টহাসির ছিনিমিনি খেলায়
সোরগোল তোলো এ প্রতিকূল ভেলায়
যেখানে হয়তো কিছুই থাকে না
শুধু পরিসমাপ্তির লেনাদেনা
তবু শূন্যতার বুক চিঁড়ে
ধীরে ধীরে
শব্দের মতো কবিতা হাসে
সুন্দর সোনালি সুশ্রী ক্যানভাসে।
১৫ অক্টোবর ২০২২
ঢাকা।