বোরহানউদ্দিনে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত-১

বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিনে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মো. মহিন মীর (২৭) নামের এক যুবকের মত্যু হয়েছে।
রোববার বিকালে উপজেলার সাঁচড়া ইউনিয়নের বাথান বাড়ী গ্রামের আকবর ভিটা নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত মো. মহিন একই গ্রামের হাবিবুল্লাহ মীরের ছেলে। মহিন সাঁচড়া ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য সচিব এবং ইউনিয়ন ছাত্রদলের বর্তমান কমিটির সহ-সভাপতি।
পরিবার সূত্র জানায়, রোববার বিকালে মহিন তাদের নিজস্ব জমিতে গেলে প্রতিপক্ষ, মো. শামসুল হক মীরের সাথে কথা কাটাকাটি হয়। তাঁকে একা পেয়ে শামসুল হক মীরের বেয়াই ইউসুব মীর, ছেলে মোরশেদ মীর ও নূরউদ্দিনসহ ৮-১০ অতর্কিত হামলা চালায়। তাদের হামলায় গুরুতর আহত হন মহিন। পরিবারের লোকজন খবর পেয়ে তাকে উদ্ধারের জন্য আসলে তাদের উপরও হামলা চালায়। এসময় তার ছোট ভাই মো. নাজিমুদ্দিন, আবু ছায়েদ ও তার মা গুরুত্বর আহত হন।
স্থানীয়রা তাঁদেরকে উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে নিয়ে যায়। আশঙ্কাজনক দেখে চিকিৎসক তাঁদেরকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রোববার দিবাগত রাত ৩ টায় আহতদের মধ্যে মহিনের মৃত্যু হয়।
বোরহানউদ্দিন থানার ওসি (ভারপ্রাপ্ত) আবদুল্লাহ আল মামুন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে।