বোরহানউদ্দিনে একাদিক ডাকাতি মামলার আসামি হালিম ডাকাত গ্রেফতার

বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়নের হালিম ডাকাতকে আটক করেছে বোরহানউদ্দিন উপজেলার মির্জাকালু পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোঃ গোলাম কুদ্দুসসহ সঙ্গীয় ফোর্স। সোমবার রাতে হাসাননগর ইউনিয়নের সুলিজ মাছ ঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।হালিম ডাকাতের বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা ও বোরহানউদ্দিন থানায় ২টি মূলতবী গ্রেফতারী পরোয়াভূক্ত পলাতক আসামী তিনি।
হালিম ডাকাত বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়নের -মৃত ছিডুর ছেলে।
হালিম ডাকাতকে গ্রেফতার করায় বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন ফকির (বিপিএম) এর পক্ষ থেকে মির্জাকালু পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোঃ গোলাম কুদ্দুস সহ তার সঙ্গীয় সকল ফোর্সদের আর্থিক প্রণোদনা প্রদান করেন। বোরহানউদ্দিনে থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন ফকির (বিপিএম) জানান, হালিম ডাকাতের বিরুদ্ধে বোরহানউদ্দিন থানাসহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। সে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী। দুর্ধর্ষ ডাকাতদের মধ্যে হালিম ডাকাত তাদের মধ্যে একজন। গোপন সংবাদের ভিত্তিতে হালিম ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।