জাতীয় ভূমি সেবা উপলক্ষে আলোচনা সভা

বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসের উদ্যোগে জাতীয় ভূমি সেবা উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাচড়া ইউনিয়ন এর সাবেক সচিব মোহাম্মদ মাইনউদ্দীন চৌধুরী,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোলাম মাহমুদ শাওন সাধারণ সম্পাদক,বোরহানউদ্দিন অনলাইন প্রেসক্লাব সাচড়া ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা । উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোহাম্মদ শহীদ হোসেন তালুকদার ভূমি উপ-সহকারী কর্মকর্তা সাচড়া।
প্রধান অতিথি তাহার বক্তব্যে বলেন,”দেশের উন্নয়নের জন্য আমাদের সকলকে ভূমি উন্নায়ন কর প্রদান করা উচিত।”
বিশেষ অতিথি সকলের মাঝে অনলাইনে কর প্রদানের ব্যাপারে বিস্তারিত আলোচনা করেন।
সভাপতি সাহেব সকলের মাঝে ভূমি সপ্তাহের তার যে লক্ষ্যমাত্রা ছিল তা অতিক্রম করেছেন বলে বলেন।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সাচড়া ইউনিয়ন ভূমি অফিসের সহকারী আরিফুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাচড়া ইউনিয়নের গন্যমান্য ও সাধারন ব্যক্তিবর্গ।