সাচড়া ইউনিয়ন আওয়ামীলীগের ইফতার মাহফিল অনুষ্ঠিত

গোলাম মাহমুদ শাওনঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৮ এপ্রিল সোমবার স্থানিয় দরুণ বাজার সরকারি প্রথমিক বিদ্যালয়ের মাঠে সাচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিবুল্লাহ মৃধার উদ্যোগে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইফতার ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা ২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন পৌরসভার মেয়র মোঃ রফিকুল ইসলাম, বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুর ইসলাম, বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন ফকির বিপিএম।সাবেক উপজেলা চেয়ারম্যান মহাব্বত জান চৌধুরী।
আরো উপস্থিত ছিলেন সাচরা ইউনিয়নের আওয়ামী লীগ এর সাধারন সম্পাদক ও সাচড়া ইউনিয়ন পরিষদের চেয়ার্যান মোঃ মহিবুল্লাহ মৃধা, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে আলী আজম মুকুল বলেন, “আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার,আওয়ামী লীগ সরকার দেশে আছে বলেই দেশে এত বুড়ি বুড়ি উন্নয়ন হচ্ছে। আমি বিগত বছর আপনাদের উন্নয়ন এবং আপনাদের সেবায় আপনাদের পাশে ছিলাম, আপনারা যদি চান তাহলে ভবিষ্যতে আপনাদের পাশে থাকার অঙ্গীকার করছি। ”
সাচড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ মাহাবুব আলম চৌধূরীর সভাপতিত্বে উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।