ভোলায় মন্দিরের গ্রিল ভেঙে চুরি

ভোলা জেলা শহরের পৌর ১নং ওয়ার্ডে ভদ্রবাড়ির হরি মন্দিরের জানালার গ্রিল ভেঙে চুরি হয়েছে।
মঙ্গলবার ভোরে দুর্বৃত্তরা পিতলের ৬টি রাধা-গোবিন্দ বিগ্রহ, ৬টি গোপাল বিগ্রহ, দুই ভরি স্বর্ণালংকার ও নগদ ১০ হাজার টাকা নিয়ে যায়।
মন্দির কমিটির নেতারা জানান, সোমবার রাত ৮টার মধ্যে পূজা শেষ করে মন্দিরে তালা লাগিয়ে বাড়িতে চলে যান পুরোহিত। ধারণা করা হচ্ছে, ভোর রাতের যে কোনো সময় মন্দিরের পেছনের জানালা ভেঙে মন্দিরে প্রবেশ করে সংঘবদ্ধ চক্রের সদস্যরা। এ সময় টাকা ও স্বর্ণালংকারসহ ৪-৫ লাখ টাকার মালামাল নিয়ে যায়।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ঘটনা পরিকল্পিত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বিগ্রহ উদ্ধারের পাশপাশি দুর্বৃত্তদের ধরতে অভিযান শুরু হয়েছে।
ভোলা মডেল থানার ওসি এনায়েত হোসেন জানান, ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।