ভোলা শশীভূষনে মানবিক সমাজ ইউনিটের ত্রান সামগ্রী বিতরন।

ভোলা সংবাদাতাঃ ভোলা চরফ্যাশন শশীভূষণ থানার অরাজনৈতিক সামাজিক সংগঠন “মানবিক সমাজ ইউনিট” এর উদ্দ্যোগে জাহানপুর ইউনিয়নে ৫৫ টি গরিব অসহায় পরিবারের মধ্যে ত্রান সামগ্রী বিতরন করা হয়েছে। আজ(আজ ৮ মে) শনিবার সকাল ১০ টায় জাহানপুর ইউনিয়নে ৫৫ টি গরিব অসহায় পরিবারের মধ্যে ত্রান সামগ্রী বিতরন করা হয়। প্রতিটি পেকেজে চাউল, ডাল, পেয়াজ, আলু, তৈল, চিনি, সেমাই, দুধ, নুডলুস, সাবান ইত্যাদি বিতরন করা হয়।
সেবা মুলক এ উদ্যোগ যেন আরো বেগবান হয় তার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেনএবং ভবিষ্যতে গরীব দুঃখি মেহতি মানুষের পাশে থাকার অঙ্গীকার করেন।
এবং সারা বাংলাদেশে এই কার্যক্রম ছড়িয়ে দেওয়ার উদ্দ্যোগ নিবেন বলে যানানো হয়েছে ।
এছাড়া সারা বাংলাদেশে আরো কিছু তরুন সেচ্ছাসেবী খুজছেন যেন অসহায় মানুষের পাশে থেকে অসহায় দুঃস্থ দের দ্বারে পৌছতে পারে।
সেচ্ছাসেবী এ সংগঠনের অন্যতম সদস্য মোঃ মনির হোসেন বলেন এই জাতীয় অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ আরো প্রয়োজন আমাদের সকলেরই উচিত রাজনৈতিক সংগঠনের বাহিরে এসে এই জাতীয় সামাজিক সংগঠন করে মানুষের পাশে দ্বারানো।