ভোলা করোনায় আক্রান্ত ৪০ আরো ২ জন সহ মোট১৬ জনের মৃত্য।

এ,কে এম গিয়াসউদ্দিন [ভোলা]ঃভোলায় করোনায় গত ২৪ ঘন্টায় ৪০ আক্রান্ত হয়ে ২ জনের মৃত্য হয়েছে। এ পর্যন্ত মোট আক্রান্ত ২৪৫৬ জন।এবং মোট মৃত্য সংখ্যা দাড়িয়েছে ১৬ জন।
এদের মধ্য সুস্থ্য হয়েছে ১০৭০ জন।বর্তমানে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩২ জন। এদের কে আইসোলেশন নিবিড় পর্যবেক্ষনে রাখা হয়েছে।
এদিকে দ্বিতীয় ধাপে টিকার কার্যক্রম এগিয়ে রয়েছে। এ পর্যন্ত ২য় ডোজ গ্রহন করেছেন ৪০৩২ জন।
আজ সকালে ভোলা সিভিল সার্জন সৈয়দ রেজাউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।