ভোলার বোরহানউদ্দিন অনলাইন প্রেসক্লাব (শাখা) কমিটি গঠন

বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলা জেলা অনলাইন প্রেসক্লাবের অন্তর্ভুক্ত বোরহানউদ্দিন উপজেলা অনলাইন প্রেসক্লাব শাখা কমিটি গঠন করা হয়েছে। এইচ এম এরশাদ সভাপতি ও গোলাম মাহমুদ শাওন চৌধুরী সাধারণ সম্পাদক ও মাশফিকুর রহমান শাওন কে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (১৭ আগষ্ট) রাতে বোরহানউদ্দিন পূর্ববাজার অনলাইন প্রেসক্লাব অস্থায়ী কার্যালয়ে পুর্বের নির্ধারিত সকল উপজেলায় কমিটি গঠনের প্রতিশ্রুতি অংশ হিসেবে জেলা কমিটির উদ্যোগে এই কমিটি ঘোষনা করা হয়।
আগামী দুই বছর মেয়াদ নির্ধারন করে বোরহানউদ্দিন অনলাইন প্রেসক্লাব (শাখা) কমিটির প্রাথমিক ভাবে অনুমোদন দেওয়া হয়েছে।
ভোলা জেলা অনলাইন প্রেসক্লাব সভাপতি/সাধারণ সম্পাদক এই কমিটির তালিকা পরিবর্তন ও পরিমার্জনের জন্য ১৫ দিনের সময় নির্ধারণ করে বোরহানউদ্দিন অনলাইন প্রেসক্লাব কমিটির চূড়ান্তভাবে অনুমোদন কপি সংগঠনের নেতৃবৃন্দের হাতে তুলে দেওয়ার কথা রয়েছে।