চট্টগ্রাম থেকে নিখোঁজ , চরফ্যাসনের মোহাম্মদ আইমান জুবায়ের

মোহাম্মদ আইমান জুবায়ের (৩৫) নামের চরফ্যাসনের এক যুবক চট্টগ্রাম থেকে অপহরণের শিকার হয়েছেন বলে দাবি করেছেন তার পরিবার।
সে উপজেলার মিয়াজানপুর ইসলামিয়া ফাযিল মাদরাসার সাবেক উপাধ্যক্ষ মাওলানা মোঃ জসিম উদ্দিনের ছেলে। তার বাড়ি চরফ্যাসন পৌরসভা ১নং ওয়ার্ডে।
আইমান জুবায়েরের পিতা প্রাক্তন উপাধ্যক্ষ মাওলানা জসিম উদ্দিন জানান, আইমান জুবায়ের দীর্ঘ দিন ধরে ঢাকায় সাংবাদিকতার পাশাপাশি গার্মেন্টস ব্যবসার সাথে জড়িত। সে গত ১১ জুলাই গার্মেন্টস ব্যবসার কাজে ঢাকা থেকে কক্সবাজার যায়। কক্সবাজারে কাজ সেরে ১৩ জুলাই চট্টগ্রাম আসলে দুপুর ১২ টার পর থেকে তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না।
তার ব্যক্তিগত সব ফোন নম্বর বন্ধ পাওয়া যাচ্ছে। তার পরিবারের দাবি সে অপহরণের শিকার হয়ে থাকতে পারেন। কোন ব্যক্তি তার সন্ধান পেলে ০১৭১৬-৭৩৫৯৮৫ নম্বরের ফোন করে জানানোর জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।