ভোলার বোরহানউদ্দিনে মুজিব শতবর্ষ উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন

গোলাম মাহমুদ শাওন,ভোলা প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উপলক্ষে সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল ১১টায় বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার এই বৃক্ষ রোপন উদ্বোধন করেন। বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন ও বোরহানউদ্দিন রেঞ্জ উপকূলীয় বন বিভাগ ভোলা এ বৃক্ষ রোপনের আয়োজন করেণ।
এসময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রাছেল মিয়া,উপজেলা সহকারী প্রোগ্রামার মোঃ মিজানুর রহমান হাওলাদার,উপজেলা কমান্ডার,উপজেলা বন কর্মকর্তা,উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার,বোরহানউদ্দিন জার্নালিস্ট এসোসিয়েশন এর সম্পাদক মোঃ মনিরুজ্জ জামান ও সাহাবাজপুর প্রেস ক্লাবের সভাপতি মোঃ মনির হাওলাদার সহ প্রমুখ।