
নিজস্ব প্রতিবেদকঃ ভোলার চরফ্যাশন উপজেলার নুরাবাদ ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের মাসুদ হাজীর ঘর থেকে ৫ বস্তা সরকারী ট্যাককৃত জেলেদের চাল আটক করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলা ভূমি কমিশনার ও নির্বাহী ম্যেজিষ্ট্রেট এর নেতৃত্বে অভিযানে এ সরকারি চাল আটক করা হয়৷ এসময় মাসুদ হাজির ছেলে মিজান (১৯) কে আটক করা হয় এবং ঐ সময় মাসুদ হাজী পালিয়ে যায়।
জানা যায়, মাসুদ হাজী নুরাবাদ ইউনিয়নের বিএনপির একজন নেতা। তা স্বত্বেও জেলেদের চাল তার বাড়ীতে। স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান এর সাথে রয়েছে দহরম মহরম সম্পর্ক থাকার অভিযোগ উঠেছে।
এ বিষয়ে ভূমি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহীন মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জেলেদের মৎস কার্ডের চাল রয়েছে এমন অভিযোগর ভিত্তিতে অভিযান পরিচালনা করলে ৫ বস্তা সরকারী ট্যাগ কৃত চাল উদ্ধার করা হয়। এসময় মূল হোতা মাসুদ হাজী পালিয়ে গেলেও মিজানকে আটক করতে পুলিশ সক্ষম হয়। তাকে এক মাসের জেল দেয়া হয়েছে। এর সাথে অন্য কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। আগামীতেও এমন অভিযান অব্যাহত থাকবে।