বোরহানউদ্দিনে ২০ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করলেন সাংসদ আলি আজমমুকুল

গোলাম মাহমুদ শাওনঃ বিপদেই বন্ধুর পরিচয়। সুদিনে বন্ধুর অভাব হয় না। রাজনীতি অনেকেই করেন। ভোটের সময় এলাকায় এসে খেদমত নামক মায়াকান্না করেন। বৈশি^ক দূর্যোগ করোনা পরিস্থিতিতে তারা আজ কোথায় ? তারা ভোটের সময় আসবেন।বিপদের সময় নয়। তিনি বলেন,আমি স্ত্রী,সন্তান ফেলে রেখে আজ ১মাস ২দিন ধরে আপনাদের পাশে আছি।আমার সামর্থমতো আপনাদেরকে সহযোগিতা করছি।আমার মা-বাবা নেই। আপনারা আমার মা-বাবা । তাই ভরিষ্যতে ও আপনাদের খেদমতে থাকব। ভোলা -২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল এমপি শনিরবার সকালে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় তার ব্যক্তিগত অর্থায়ণে ২০ হাজার পরিবারের মাঝে ্রত্রাণ বিতরণ কালে এসব কথা বলেন। তিনি বলেন, প্রথম পর্যায়ে ৭ হাজার পরিবারের মাঝে ত্রান,নগদ অর্থ ও বিতরণ করা হয়েছে। ,২০ রমজান থেকে ব্যক্তিগত অর্থায়ণে ৩য় পর্যায়ে আবার ত্রান বিতরণ করবেন।এ সময় তিনি মাননীয় প্রধানমন্ত্রির ঘোষিত ৩১ দফা প্রস্তাবনা মেনে চলার আহবান জানান।
শনিবার স্থানীয় ইয়াসিনপাড়া মহাবিদ্যালয়ের মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে বিতরণ কার্যক্রমের ১ম দিনে হাসাননগর ও কাচিয়া ইউনিয়নের ১হাজার দরিদ্র,কর্মহীন,মুচি পরিবারের মাঝে ৮ আইটেম সম্মিলিত খাদ্য সামগ্রী তুলে দেন।পর্যায়ক্রমে দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলার ১৮টি ইউনিয়ন ও ২ পৌরসভার জনগনের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।
এ সময় তার সাথে ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ,পৌর মেয়র মোঃ রফিকুল ইসলাম,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বশির গাজী,উপজেলা আ’লীগ সভাপতি জসিম উদ্দিন হায়দার প্রমুখ।