বোরহানউদ্দিনে কওমি মাদ্রাসার গরীব শিক্ষার্থীদের ১ লাখ ৮০ হাজার টাকার চেক প্রদান করেন এমপি মুকুল

গোলাম মাহমুদ শাওন,ভোলা প্রতিনিধিঃ
ভোলার বোরহানউদ্দিন উপজেলার ১৫টি কওমি মাদ্রাসার গরীব শিক্ষার্থীদের মাঝে ১৮০০০০/= (এক লাখ আশি হাজার) টাকার চেক প্রদান করেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল। বুধবার বিকালে উপজেলা মিলনায়তনের সামনে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রাপ্ত এই অর্থের চেক শিক্ষকদের হাতে হস্তান্তর করেন এমপি মুকুল। এসময় তিনি বলেন, জাতির পিতার কন্যা দেশরত্ন শেখ হাসিনা সবসময় ধর্মীয় শিক্ষায় গুরুত্ব দিয়ে এসেছেন।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, মো. বশির গাজী ও বোরহানউদ্দিন পৌরসভার মেয়র আলহাজ্ব রফিকুল ইসলাম প্রমুখ।