সামাজিক দুরুত্ব বজায় রেখে বোরহানউদ্দিনে ভিজিডি চাল বিতরন।

গোলাম মাহমুদ শাওন: ভোলা বোরহানউদ্দিনের বড়মানিকা ইউনিয়নে ভিজিডি চাল বিতন করা হয়। করোনা সংক্রামন ঠেকাতে সামাজিক দুরুত্ব বজায় রেখে বড়মানিকা ইউনিয়নে ৩০৯জন হতদরিদ্র পরিবারের মাঝে ৩০কেজি হারে এই চাল বিতরন করা হয়।
উক্ত বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মো: বশির গাজী, উপজেলা নির্বাহী অফিসার,বোরহানউদ্দিন ভোলা। আরো উপস্থিত ছিলেন মো: মিজানুর রহমান, ইউনিয়ন ট্যাগ অফিসার ও বোরহানউদ্দিন যুবউন্নায়ন কর্মকর্তা বোরহানউদ্দিন ও ইউনিয়ন পরিষদ এর সচিব তাপস কুমার।