ঝালকাঠিতে ইয়ুথ এ্যাকশন সোসাইটির উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

গোলাম মাহমুদ শাওন: ঝালকাঠিতে করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় ঘরে থাকা নিম্ন মধ্যবিত্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন স্থানীয় সামাজিক সংগঠন ইয়ুথ এ্যাকশন সোসাইটি। মঙ্গলবার সন্ধ্যয় ঝালকাঠির বিভিন্ন এলাকায় ঘরে ঘরে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ঝালকাঠির ১০০ শত পরিবারকে চাল, ডাল, তেল, সাবান, পিয়াজ, আলু, দেয়া হয়। ত্রান বিতরনের সময় উপস্থিত ছিলেন ঝালকাঠি সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী।