বোরহানউদ্দিনে কর্মহীন বাসের ড্রাইভার, হেলপার, কনট্রাক্টর ও লাইনম্যানদের মাঝে খাদ্য সহায়তা দিলেন উপজেলা প্রশাসন

গোলাম মাহমুদ শাওন,বোরহানউদ্দিন প্রতিনিধি : করোনা পরিস্থিতি মোকাবেলায় বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের উদ্দেগে বাসের ড্রাইভার, হেলপার, কনট্রাক্টর ও লাইনম্যানদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরন কার্যক্রম শুরু হয়েছে । শুক্রবার উপজেলা নির্বাহি অফিসার মো: বশির গাজী এ খাবার পৌছে দেন ও সচেতন হতে অনুরোধ জানান।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বশির গাজী জানান,মাননীয় প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে প্রাপ্ত এ সাহায্য ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুলের নির্দেশনায় এবং ভোলার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক এর প্রত্যক্ষ তত্তাবধানে অতি দরিদ্র পরিবারগুলোর মাঝে বিতরণ করা হবে। প্রাথমিক ভাবে ১ হাজার পরিবারের মধ্যে ১০কেজি চাল ৫কেজি আলু ২ কেজি মশুর ডাল ১ কেজি লবন বিতরণের প্রস্তুতি রয়েছে। এই খাদ্য শস্য গৃহবন্দি ও অসচ্ছল মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.