বোরহানউদ্দিনে সকল প্রকার গনপরিবহন বন্ধ ঘোষনা

গোলাম মাহমুদ শাওন,(বোরহানঊদ্দিন)ভোলা প্রতিনিধি:করোনা ভাইরাস (কোভিড ১৯) পজেটিভ ব্যক্তি ইতিমৃধ্যে বাংলাদেশে সনাক্ত হয়েছে। এই ভাইরাস একজন হতে অন্য জনের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ার প্রবণতা রয়েছে। তাই করোনা ভাইরাস প্রতিরোধ এবং সামাজিক দুরত্ব বজায় রাখার স্বার্থে ত পরবর্তী নির্দশে না দেওয়া পযন্ত বোরহানউদ্দিন উপজেলাধীন সকল ধরণের যাত্রীবাহি পরিবহন, দুরপাল্লার যানবাহন,লঞ্চ ,আন্তপরিবহন সাময়িকভাবে বন্ধ ঘোষনা করা হয়েছে। এদিকে মঙ্লবার দুপুরে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা, ও অফিসার ইনচার্জ মু,এনামুল হক কে পৌরবাজারে পুলিশ বাহিনীর সহায়তায় গন পরিবহন বন্ধের জন্য কাজ করতে গেখা গেছে।এ সময় উপজেলা রেডক্রিসেন্ট অফিসের সদস্যদের গন পরিবহন বন্ধের আহবান জানিয়ে মাইকিং করতে দেখা গেছে।
বড় মানিকা ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দিন হায়দার,পক্ষিয়া ইউনিয়নের চেয়ারম্যান নাগর হাওলাদার,সাচড়া ইউনিয়নের চেয়ারম্যান মহিলাবুল্যাহ মৃধা জানান, তাদের ইউনিয়ন সহ ৯টি ইউনিয়নেই জনগনের মধ্যে সচেতনতা সৃষ্টি,সাপ্তাহিক হাট বন্ধ,সন্ধ্যার ৬টার মধ্যে হোটেল ও চায়ের দোকান বন্ধ করার জন্য মাইকিং চলছে। সাচড়া ইউনিয়ন পরিষদ সচিব মাইনুদ্দিন চৌধুরী ও যুবলীগ সভাপতি আলম মৃধার নেতৃত্বে একটি টিম ওই ইউনিয়নের বাজারগুলোতে করোনা প্রতিরোধে করনীয় কী এ বিষয়ে লিফলেট বিতরণ করছে বলে তারা জানান। বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বশির গাজী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,উপজেলা বাসীকে নিরাপদে রাখার জন্যই এ ব্যবস্থা।তিনি জনগনকে আতঙ্কিত না হয়ে,সচেতন হয়ে ধৈর্যের সাথে পরিস্থিতি মোকারেলার আহবান জানান।বিদেশ প্রবাসী কাউকে এলাকায় ঘোরাঘুরি না করে হোম কোরায়াইন্টানে থাকা এবং অনাহুত হাট বাজারে জনগনকে ঘোরাফেরা না করার আহবান জানান। অন্যদিকে অপর নির্দেশনায় নির্বাহী কর্মকর্তা উপজেলার সকল কর্মকর্তা কর্মচারীদের ছুটির সময়ে নিজ নিজ কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.