ভোলার লালমোহন পৌরসভার ওয়ার্ড বিভক্তির করণে গেজেট ৬ মাসের জন্য স্থগিত আদেশ দিয়েছে হাইকোট।

ভোলার লালমোহন পৌরসভার ওয়ার্ড বিভক্তির করণে গেজেট ৬ মাসের জন্য স্থগিত করেছে হাইকোট। জানা গেছে, লালমোহন পৌরসভার পশ্চিম হরিগন্জ চরভুতার মোঃ নুরুল হক নামক এক ব্যক্তি ওয়ার্ড বিভক্তি করণ নিয়ে হাইকোর্টে রিট পিটিশন নং ৪০৪৩/ ২০১৬ দাখিল করেন। গত ০৯-০৯ -২০১৯ তারিখে সুপ্রিম কোর্টের  হাইকোর্ট ডিভিশনের দ্বৈত বেঞ্চে মাননীয় বিচারপতি এম, এনায়েতুর রহিম ও বিচারপতি মোঃ খায়রুল আলম দীর্ঘ শুনানি শেষে লালমোহন পৌরসভার ওয়ার্ড বিভক্তি করণের গেজেট ৬ মাসের জন্য স্থগিত আদেশ দেন।
রীট পিটিশন কারী মোঃ নুরুল হক এই প্রতিবেদককে জানান, হাইকোর্টের ০৯-০৯-২০১৯ তারিখের আদেশের সাটিফাই কপি গত ১৯ সেপ্টেম্বর হাতে পেয়েছি।
উল্লেখ্য, বিগত ১১-০৫-২০১৬ তারিখে লালমোহন পৌরসভার গেজেট Notification  No 46.00.0000,063.38.003 12.14 has been published on 13/ 01/ 2016 তৎকালীন মহামান্য সুপ্রিমকোর্টের হাইকোর্ট ডিভিশনের মাননীয় বিচারপতি সৈয়দ গোলাম দস্তগীর হোসাইন ও বিচারপতি একে এম শহিদুল হক দীর্ঘ শুনানি শেষ লালমোহন পৌরসভার ওয়ার্ড বিভক্তি করণ গেজেট স্থগিত করে ছিল। দীর্ঘ দিন স্থগিত থাকার পর গত ০৯-০৯-১৯ হাইকোর্টের অবকাশ কালীন বেঞ্চ স্থগিত আদেশ আরো ৬ মাসের জন্য বৃদ্ধি করেছেন। ফলে নির্বাচন হবে কিনা তা নিয়ে আশাংকা দেখা দিয়েছে।
এ ব্যাপারে ভোলা জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আলা উদ্দিন আল মামুন সাংবাদিককে বলেন, মহামান্য হাইকোর্টের আদেশের কপি বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় ঢাকাকে অবহিত করেছি। কতৃপক্ষ সিদ্ধান্ত দিবে নির্বাচন যথাযথ সময় হবে কিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.