লালমোহনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ভোলার লালমোহনে পুকুরের পানিতে ডুবে মো. সিয়াম (৫) ও নূর হাফেজ (৪) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার সকালে উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ভোট স্কুল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. সিয়াম ওই এলার ইউসুফ নবী ও নূর হাফেজ ইউনুস নবীর ছেলে। নিহত দুই শিশু সর্ম্পকে আপন চাচাতো ভাই বলে জানা যায়।
নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, তারা দু’জনে পুকুরের পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর তাদের লাশ পানিতে ভাসতে দেখে উদ্ধার করে পরিবারের লোকজন স্থানীয় চিকিৎসকের কাছে নিলে তাদের মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত ডাক্তার।