আমিরাতে বাংলা টিভি’র তৃতীয় বর্ষপূর্তি উদযাপন।
আরব আমিরাতঃ সংযুক্ত আরব আমিরাতে “বাংলা টিভি’র’ শারজাহ্ এর দর্শক ফোরাম কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল ও বাংলা টিভির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।দেশ ও বিদেশের জনপ্রিয় বাংলা স্যাটেলাইট চ্যানেল “বাংলা টিভি” তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে শারজাহ্ দর্শক ফোরাম এর উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। বাংলা টিভি ১৯৯৮ সালে প্রথম সম্প্রচার শুরু করে ইংল্যান্ডের লন্ডন থেকে। প্রথম থেকে শুরু করলে বাংলা টিভি’র ২১বছর পূর্ণ হতে চলেছে। নিজ ভূমি বাংলাদেশ আসে ১৯মে ২০১৭ সালে। “বাংলা টিভি’র, তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ্ দর্শক ফোরাম এর উদ্যোগে ১৯মে ২০১৯ রোজ রবিবার শারজাহ বিজনেস ফোরাম ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের দুবাই ও উত্তর আমিরাতের প্রবাসী শাখার সভাপতি লায়ন নজরুল ইসলাম তালুকদারের শারজাহ্ বাসভবনে ইফতার ও কেক কেটে বাংলা টিভি’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লায়ন নজরুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন বাংলা টিভি’র আমিরাত প্রতিনিধি শেখ ফয়সাল সিদ্দিকী ববি। এতে বক্তব্য রাখেন দুবাই বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি ও শারজাহ বিজনেস ফোরাম এর সাধারণ সম্পাদক সামস আহাম্মদ, শারজাহ্ মিউজিক ভিশনের সভাপতি ও জাতীয় কবিতা মঞ্চের মহিলা সম্পাদিকা শবনম আক্তার, এনটিভি আমিরাত প্রতিনিধি শিবলী আল সাদিক, এসএটিভি আমিরাত প্রতিনিধি সিরাজুল হক, সিএনএন আমিরাত প্রতিনিধি ওসমান চৌধুরী, বাংলাএক্সপ্রেস প্রতিনিধি মহিউল করিম আশিক ও সানজিদা ইসলাম, দৈনিক আলোকিত সকাল আমিরাত প্রতিনিধি এস রহমান সোহেল, কমিউনিটি নেতা আজিজুল ইসলাম কিরন,মোহাম্মদ নাইম সাইফ প্রমূখ।
এ ছাড়াও অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বিভিন্ন প্রবাসী বাংলাদেশী পরিবারের ভাবীরা সহ রাজনীতিক ব্যক্তি, সাংস্কৃতিক ব্যক্তি সহ সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীরা উপস্থিত ছিলেন।