আরব আমিরাতে চলছে সৈয়দ আহাদ ফাউন্ডেশনের তেলাওয়াতে কোরআন প্রতিযোগিতা।

এস রহমান সোহেল,স্টাফ রিপোর্টারঃ পবিত্র মাহে রমজান তথা কোরআন নাজিলের মাস উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে ৫ম বারের মতো সৈয়দ আহাদ ফাউন্ডেশনের তেলাওয়াতে কোরানের প্রতিযোগিতা অনুুুষ্ঠান শুরু হয়েছে ৩মে শুক্রবার শারজাহ হুদাইবিয়া রেস্টুরেন্টে।

ইতিমধ্যে আবুধাবি, আল আইন,দুবাই ও উত্তর আমিরাতে অডিশন রাউন্ড শেষ হয়েছে।

আগামীকাল ৯মে পরবর্তী রাউন্ড শুরু হতে যাচ্ছে।

পরবর্তী রাউন্ডের সময়সুচী:-

আগামীকাল ৯মে বৃ্হস্পতিবার বাদ তারাবীহ-রাত ১০টা থেকে শারজাহ  হুদায়বিয়াহ রেস্টুরেন্ট অনুষ্টিত হবে-আল আইন ও দুবাই উওর আমিরাতের সকল yes card প্রাপ্ত সাধারন ছাত্র ছাত্রী ও হাফেজদের জন্যপ্রথম ও দ্বিতীয় রাউন্ড।

১০মে শুক্রবার একই জায়গায় একই সময়ে – আবুধাবী ও অন্যান্য সাধারন ছাত্র ছাত্রীদের ও হাফেজদের প্রথম দ্বিতীয় রাউন্ডের শেষ দিন।
১৭মে- বৃ্হস্পতিবার সকল গ্রুপের সেমিফাইনাল, স্থান- হুদাবিয়াহ রেস্টুরেন্ট সারজাহ সময় রাত ১০টা বাদ তারাবীহ।
২৪মে- শুক্রবার গ্রান্ড ফাইনাল,
ফাইনালে উত্তীর্নদের স্থান ও সময় জানিয়ে দেওয়া হইবে।

দুই গ্রুপে চলছে প্রতিযোগিতা।

গ্রুপ A হাফেজ।

গ্রুপ  B সাধারন ছাত্র ছাত্রী।

পুরস্কার :- হাফেজ/সাধারণ যথাক্রমে প্রথম ৭০০০/৫০০০, দ্বিতীয় ৫০০০/৩০০০, তৃতীয় ৩০০০/২০০০ চতুর্থ ১০০০ পঞ্চম ৫০০ দিরহাম।

প্রতিযোগিতা সফল করতে বাংলাদেশি শিক্ষার্থী, অভিভাবক ও কমিউনিটির নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেছেন  ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.