লালমোহনে অনৈতিক কার্যকলাপের দায়ে দুই যুবক শ্রীঘরে!

ভোলার লালমোহনে অনৈতিক কার্যকলাপ করতে গিয়ে জনতার হাতে আটক হয় দুই যুবক।

সোমবার রাতে উপজেলার কালমা ইউপির ৮ নং ওয়ার্ডের চরলক্ষী গ্রামের শাহজান খাঁনের বাড়িতে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আটক ওই দুই যুবককে থানা পুলিশের কাছে সোর্পদ করে।

মঙ্গলবার সকালে তাদের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও হাবিবুল হাসান রুমির কাছে নিলে, তিনি তাদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২৯৪/ক ধারায় ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

সাজা প্রাপ্তরা হলেন, মো. মনির (২৮) ও মো. ফরিদ (২৭)। এদের বাড়ি পার্শ্ববর্তী তজুমদ্দিন উপজেলায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.