লালমোহনে পাঙ্গাশিয়া চার রাস্তার মাথার বাজারকে শাওন বাজার নামে দেখতে চায় জনসাধারণ
নিজ্বস্ব প্রতিনিধি:
ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের চার রাস্তার মোর এলাকায় হচ্ছে নতুন বাজার, বাজারকে ঘিরে শুরু হয়েছে অনেকের মধ্যে ব্যক্তিগতভাবে বাজারের নামকরনের চিন্তাচেতনা।
কিন্তু এলাকার জনসাধারণ চায় ভোলা ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন (এমপি) নামে নামকরন করা হোক।
এ ব্যাপারে পশ্চিম চরউমেদ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু ইউসুফ জানান, এলাকার জনসাধারণ কারো ব্যক্তিগত সার্থকে সমর্থন করে না, আমি চাই জনসাধারণেরর দাবী এই বাজারকে আমাদের সফল সংসদ সদস্য লালমোহন জনসধারণের অত্যান্ত আপনজন আলহাজ নুরুন্নবী চৌধুরী শাওনের নামে নামকরনের প্রস্তাব রাখছি।