ভোলায় বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী লিটন আটক

ভোলায় বিয়ার ও বিদেশী মদসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মানবন্দ্র লিটন ওরফে সাথী লিটনকে আটক করেছে পুলিশ।
সোমবার দিবাগত রাতে ভোলার ইলিশা লঞ্চঘাট এলাকায় ঢাকার লঞ্চ থেকে নামার সময় তাকে আটক করা হয়। পরে মঙ্গলবার তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোলা থানার এসআই রতন ও এসআই সুভিরের নেতৃত্বে রাতে সদর উপজেলার ইলিশা ঘাটে অভিযান চালানো হয়। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা ভোলাগামী একটি লঞ্চ থেকে নামার সময় বিদেশী মদ ও বিয়ারসহ মানবন্দ্র লিটন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে মঙ্গলবার তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্র আইনে মামলা করে আদালতে সোপর্দ করা হয়।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছগির মিঞা আটকের ঘটনা নিশ্চত করে বলেন, আটক লিটনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে।