আমার জীবন ভোলার মানুষের জন্য উৎসর্গ করলাম-তোফায়েল আহমেদ।

ক্ষমতাসীন আ’লীগ সরকারের বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, আমার জীবন আমি ভোলার মানুষের জন্য উৎসর্গ করবো। আমার বাকি জীবনেও আমি আপনাদের জন্য কাজ করেছি, যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ সত্যতা ও নিষ্ঠার সাথে আপনাদের পাশে থেকে কাজ করে যাবো।
সোমবার ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা এবং উত্তর দিঘলদী ইউনিয়ন আওয়ামী লীগের তৃনমূল নেতাকর্মীদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।