দুলারহাট হাফিজিয়া মাদ্রাসা কমপ্লেক্সের নব_নির্মিতি ভবন উদ্বোধন।

শাহাবুদ্দিন আহমেদ, ভোলা বার্তা।

ভোলা জেলার দুলারহাট থানার “দুলারহাট হাফিজিয়া মাদ্রাসা কমপ্লেক্সে”জাকির হোসেন সোসাল চেরিটেবল অর্গানাইজেশন (কুয়েত সংস্থা) ‘র অর্থায়নে নির্মিত একতলা ভবনটিতে এক আরম্বর অনুষ্ঠানের মাধ্যদিয়ে ছাত্রদের পাঠদানের মাধ্যমে উদ্বোধন করা হয়। গত ৩ ডিসেম্বর ২০১৮ ইং তারিখে নির্মান কাজ শুরু করে ১২৬ ফুট দৈর্ঘ্য ও ৩২ ফুট প্রস্থের একতলা ভবনটি নির্মান শেষে আজ উদ্বোধনি পাঠদানের মধ্যদিয়ে ভবনটি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাকির হোসেন সোসাল চেরিটেবল অর্গানাইজেশন (কুয়েত সংস্থা) ‘র কর্মকর্তা মো: জাকির হোসেন (ছোট জাকির),দুলারহাট থানা অফিসার ইনচার্জ মো: মিজানুর রহমান পাটোয়ারী, বোরহানুদ্দিন কুয়েত মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মো: মোস্তাফিজুর রহমান। দুলারহাট হাফিজিয়া মাদ্রাসা কমপ্লেক্সের সভাপতি আলহাজ্ব শাহাবুদ্দিন মাষ্টার, সেক্রেটারি- জয়নাল আবেদীন,কেষিয়ার -শাহাবুদ্দিন মাস্টার ,মাও:সিরাজুল ইসলাম, মাও:রুহুল আমিন, হাজী নুর মোহাম্মদ সহ স্থানীয় ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শেষে বিশেষ দোয়া মুনাজাত করা হয় । উল্লেখ্য, উক্ত সংস্থা অত্র কমপ্লেক্সে ইতোপুর্বে একটি মসজিদ নির্মান করেছিল।

One comment

  • আমারগর্ভে বুকটা ভরে যায় জে মাদ্রাসায় জীবনের প্রথম হাতে খরি আজ তার এই রকম মনোরম দৃর্শ, ধন্যবাদ ভোলার বার্তাকে খবরটা প্রচার কর জ,,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.