চরফ্যাশনে ভাসুরের প্রহারে গৃহবধু হাসপাতালে ।। মামলা দায়ের, গ্রেফতার এক

জেলা প্রতিনিধি, ভোলা ।।
চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার হাজারীগঞ্জে জমি জমা বিরোধের জের ধরে ছোট ভাই প্রবাসীর স্ত্রী এক সন্তানের জননী আছমা বেগম(২৮)কে ভাসুর জাহাঙ্গীর পিটিয়ে গুরুতর আহত করে। গত শুক্রবার সকালে হাজারীগঞ্জ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হাজী আবদুল বারেক মুন্সি বাড়িতে এঘটনা ঘটে। এ ঘটনায় আহত গৃহবধু আছমা বেগম বাদী হয়ে তিন জনকে আসামী করে শশীভূষণ থানায় একটি মামলা দায়ের করে। যার নং ০৮, তারিখঃ ১১/০৩/২০১৯ইং।পুলিশ অভিযুক্ত ভাসুর জাহাঙ্গীরকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করে।
মামলার সূত্রে জানা যায়, আছমা বেগমের স্বামী প্রবাসে থাকে। স্বামী নাছিরের ব্যবহারে সন্তষ্ট হয়ে তার শশুর হাজী আবদুল বারেক মুন্সি তার ছেলের নামে কিছু জমি দলিল করে দেন। বর্তমানে তার স্বামী মালদ্বীপ প্রবাসী। স্বামী বাড়ি না থাকার সুযোগে এনিয়ে ক্ষিপ্ত ভাসুর জাহাঙ্গীর প্রায়ই তার সাথে কথা কাটি করে আসছে। শুক্রবার সকালে ভাসুর তাকে অকথ্য ভাষায় গালমন্দ করতে থাকলে সে প্রতিবাদ জানায়। এসময় ভাসুর জাহাঙ্গীর ক্ষিপ্ত হয়ে তাকে জুতা এবং লাঠি দিয়ে এলোপাথারী মারধর করে আহত করেন। স্বজনরা তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় জাহাঙ্গীর ও তার স্ত্রীসহ তিনজনকে আসামী করে মামলা দায়ের করে।