চরফ্যাশনে একসাথে তিন সন্তানের মা হলেন জোৎস্না বেগম।পরিবারে আনন্দের ঢ্ল

শাহাবুদ্দিন আহমেদ, ভোলা বার্তা।

 

ভোলার চরফ্যাশন উপজেলার নজরুল নগর ইউনিয়নের দক্ষিণ চরকলমী গ্রামের মৃধা বাড়ীর জোৎস্না বেগম পাঁচ সন্তানের পর কন্যা সন্তানের আশায় সন্তান নিয়ে এবার একসঙ্গে তিন নবজাতকের মা হয়েছেন। গত রবিবার চরফ্যাশনের নজরুল নগর ইউনিয়নের দক্ষিণ চরকলমী গ্রামের মৃধাবাড়িতে একটি পুত্র সন্তান এবং সেন্ট্রাল জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনষ্ট্রিক সেন্টারে এসে রাত ৮টায় এক পুত্র এবং এক কন্যা সন্তান প্রসব করেন তিনি।

 

প্রসুতি গৃহবধূ নজরুল নগর ইউপি সদস্য সবুজ মৃধার স্ত্রী। বর্তমানে তিনি এবং নবজাতকরা চরফ্যাশন হাসপাতাল রোডস্থ সেন্ট্রাল জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ডা. শাহিন আরা আহমেদ ও ডা. নুর মোহাম্মদ তালুকদারের অধীনে আছেন। তারা সুস্থ আছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

 

প্রসুতি গৃহবধূর স্বামী সবুজ মৃধা জানান, ‘তাদের আরো ৫টি পুত্র সন্তান আছে। কন্যা সন্তানের আশায় আবারো সন্তান নিয়েছেন তারা। সোমবার বিকেলে নিজ বাড়িতে দাইয়ের সহায়তায় একটি পুত্র সন্তান ভুমিষ্ট হয়। পরবর্তীতে প্রসব সমস্যা দেখা দিলে আম্ব্যুলেন্সযোগে সেন্ট্রাল জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে এলে এক কন্যা এবং এক পুত্র সন্তান জন্ম নেয়।’

 

তিনি আরো জানান, ‘একসঙ্গে কন্যাসহ দুই পুত্র সন্তান পেয়ে তা স্বামী-স্ত্রী উভয়ে খুশি হয়েছেন।’

 

চরফ্যাশন হাসপাতালের মেডিকেল অফিসার ডা.শাহিন আরা আহমেদ জানান, প্রসুতি গৃহবধূ শুরু থেকে তার তত্ত্বাবধানে ছিলেন। ২৬ সপ্তাহ সময়কালে আল্ট্রাসনোগ্রামে তিন সন্তানের বিষয়টি নিশ্চিত হন তারা। কোন প্রকার সিজার ছাড়াই স্বাভাবিকভাবে শিশু তিনটি ভুমিষ্ট হয়েছে। ডা. নুর মোহাম্মদ তালুকদার জানান, মা এবং নবজাতকরা সুস্থ আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.